কুষ্টিয়ার ভেড়ামারা হিসনা নদীর অবৈধ বাঁধ অপসারণের নির্দেশ । 274 0
কুষ্টিয়ার ভেড়ামারা হিসনা নদীর বৈধ বাঁধ অপসারণের নির্দেশ ।
কুষ্টিয়া প্রতিনিধি,
কুষ্টিয়ার ভেড়ামারা হিসনা নদীর অবৈধ বাঁধ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে । বৃহস্পতিবার সকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ এ নির্দেশ দেন ।
ইউএনও সোহেল মারুফ জানান, হিসনা ব্রীজের নিচ থেকে ফারাকপুর রেলগেট পর্যন্ত ও হিসনা ব্রীজের দক্ষিণ দিক হতে মওলার বিলের আগ পর্যন্ত হিসনা নদীর অবৈধ বানা অপসারণের জন্য ইতোমধ্যে মাইকিং করা হয়েছে। করোনাভাইরাসের কারণে মাছের দাম কম হতে পারে বিবেচনায় অভিযান পরিচালিত হয়নি। আগামী ১৫ জুন ২০২০ তারিখের মধ্যে আবশ্যিকভাবে বানা অপসারণের নির্দেশনা প্রদান করা হচ্ছে।
অন্যথায় প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধ বানা অপসারণ করা হবে ও আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।